প্রকাশিত: Thu, Dec 21, 2023 8:32 PM
আপডেট: Tue, Jul 1, 2025 3:30 PM

[১] দুমকিতে শিক্ষক প্রশিক্ষণে শিক্ষকের জন্মদিন পালন

রিয়াজুল ইসলাম দুমকী(পটুয়াখালী): [২] পটুয়াখালীর দুমকিতে শিক্ষক প্রশিক্ষণ চলাকালীন সময়ে এক মাস্টার ট্রেইনার শিক্ষকের জন্মদিন পালন করার অভিযোগ পাওয়া গিয়েছে।একই সাথে জন্মদিনের গান গেছেন প্রশিক্ষণে অংশ নেয়া এক শিক্ষিকা। 

[৩] অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , উপজেলার দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দুমকির বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় ৫'শ জন শিক্ষক প্রশিক্ষনে অংশ নেয়। বৃহস্পতিবার বাংলা বিষয়ের শিক্ষক প্রশিক্ষণ ক্লাস রুমে ঐ বিষয়ের মাস্টার ট্রেইনার ও মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জাবের আহম্মেদের জন্মদিন পালন করা হয়। একই সাথে প্রশিক্ষণে অংশ নেয়া এক শিক্ষিকা জন্ম দিনের গান এবং অন্যান্য শিক্ষকরা বেলুন ফুটিয়ে হাতে তালি দিয়ে হইহুল্লোর করলে পার্শ^বর্তী রুমের প্রশিক্ষণে থাকা শিক্ষকেরা বিরক্তি বোধ করেন। 

[৪] অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাষ্টার ট্রেইনার(বাংলা) জাবের মাহমুদ বলেন আমার জন্মদিন ছিল। তাই লাঞ্চ বিরতিতে আমার কিছু সহকর্মীরা জন্মদিনের উইশ করেছেন। যেহেতু প্রশিক্ষণ চলাকালীন সময়ে নয়, এতে কারো বিরক্ত হওয়ার কথা নয়। 

[৫] এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 

[৬] জেলা শিক্ষা অফিসার মুহা মুজিবুর রহমান আমাদের নতুন সময়কে বলেন, প্রশিক্ষণ চলাকালীন সময়ে জন্মদিন পালন করে ওই শিক্ষক খুব খারাপ কাজ করেছেন। জন্মদিন পালন প্রশিক্ষণের অংশ নয়। এক্ষেত্রে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।